"নিজকে বাচাঁতে এরশাদের মুঁখ থেকে নতুন কথা" ----কিছুটা এসডের মত....!!!
লিখেছেন লিখেছেন shaidur rahman siddik ১০ মে, ২০১৪, ০৮:১০:৫৮ রাত
"আমি জিয়াউর রহমানকে হত্যা করিনি তবে কে হত্যা করেছে সেটা আমি জানি"-----:-P এরশাদ
গ্রামগঞ্জেঁ কথায় আছে ..ভুঁতি শেষ হলে আগুনের তাঁপ হাতে আসে,
এখন সবেই গরমের তাঁপ শুরু হয়েছে তাতেই পাঁগলামী/ভঁন্ডামি শুরু হয়ে গেছে।
পাঁগলামির একটা সীমানা আছে,সীমানা অতিক্রম করিলে সোজা পাঁবনার বাসিন্দার রুপান্তরিত করা হয়।
আরো একটা প্রবাদ আছে.."কাঁন টানিলে মাথাটি আসে"
সম্ভবত খালেদা এবার এরশাদের নাঁক চিপে ধরে টেঁনেছে...নাঁক দিয়ে নিঃশ্বাঁস বেঁড়ুতে না পেরে মুখ দিয়ে ফঁটাস...ফঁটাস...আজ এই কথাটি বাহির হয়েছে।
আরে এত দিন ঐ এরশাদ কতরকম কথা শুনে গেছে।মুখদিয়ে তো একটাবার আজকের মত কথা বাহির হয় নাই....?
বর্তামানে তিনি সত্য কিংবা মিথ্যাই বলেছেন সেটাও বা জনগনের বোঁঝার উপায় বা কি।
আমি নিশ্চিত আর একটা খেলা খেলতে যাচ্ছে ঐ হুসাইন মুহাম্মদ এরশাদ/সৈরাচার এরশাদ।
বেঁচারা আবার মহা বিপদে পড়ে গেলেন .....????
কার নাম বলবে ঐ চিঁন্তায় বেচারা একদম নাজেহাঁল হয়ে পড়েছে।
এই দিকে হাসিনা ঐ দিকে খালেদা কি করমু....এবার ফাইসা গেছি..!!(এরশাদের চিন্তা)
যাক খেলাটা খেলছিই যখন একটা নাম না বললেই নয়...খুন করেছে জামায়াত-শিবেরের লোক..রেহাই হতেই পারে।
আমার মন্তব্যঃ ওঁয় কে আসিছ এরশাদরে আমার নামটা দিয়া আয়।
#সাইদুর
বিষয়: বিবিধ
৮৩১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উনি বেঁচে থাকতে অন্য কেউ মজা দিবে তা কি হয় ?
মন্তব্য করতে লগইন করুন